হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে দলিল লেখক সমিতির ২ সদস্যকে সাময়িক বহিষ্কার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতির দুই সদস্য ওয়াজেদ আলী ও ইব্রাহিম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এর আগে গত রোববার নিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, কার্যকরী পরিষদের সভায় সমিতির নিয়মশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বসম্মতিক্রমে ওয়াজেদ আলী ও ইব্রাহিম হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত ওয়াজেদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে চাঁদা তোলার বিরোধিতা করায় সমিতির কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তবে বহিষ্কার সম্পর্কিত আমি কোনো চিঠি পাইনি।’

সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘সমিতির নিয়মশৃঙ্খলা না মানায় দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে।’ 

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক