হোম > সারা দেশ > ঢাকা

আ. লীগ-বিএনপির শনিবারের কর্মসূচি করতে দেবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় মহাসমাবেশ করে সরকার হটানোর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচিতে রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও। 

তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, দুই দলের একদলও তাঁদের কাছে অনুমতি নেয়নি। তাই দুই দলের এই সমাবেশ করতে দেবেন না তাঁরা। 

শুক্রবার (২৮ জুলাই) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো ডিএমপি কশিনার খন্দকার গোলাম ফারুকের এক বক্তব্যে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানী ঢাকার সব প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দলগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় আগামীকালের সব রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।’

তবে এর আগে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন থেকে আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। কর্মসূচি পালনের জন্য আমরা আর অনুমতি নেব না।’

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১