হোম > সারা দেশ > ঢাকা

অক্সি-মরফোন ওষুধ মাদক হিসেবে বিক্রি করায় গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অক্সি-মরফোন ড্রাগ মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে রাজধানীর কোতোয়ালির বাবুবাজার এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার। 

গ্রেপ্তারকৃতরা হলেন অক্সি-মরফোনের পাইকারি বিক্রেতা আলমগীর সরকার (৫৮) ও জ্রেড ট্রেড ফার্মেসির মালিক খুচরা বিক্রেতা জাহিদুল ইসলাম (৩৪)। 

ডিবির অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার বলেন, বাংলাদেশে একটি মাত্র প্রতিষ্ঠানের এই ড্রাগ উৎপাদনের অনুমোদন আছে। অক্সি-মরফিন ওষুধ তৈরির জন্য এই প্রতিষ্ঠান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত। তবু সেটি তারা বছরে মাত্র ৫ লাখ উৎপাদন করতে পারবে। এটি শুধু বিভিন্ন হাসপাতালে ব্যবহার করার জন্য। এটি নির্দিষ্ট কিছু প্রতিনিধির মাধ্যমে বিক্রি করা হয়। এ ছাড়া এই ওষুধ ডাক্তাররা তাঁদের নিবন্ধন নম্বর উল্লেখ করে রোগীর প্রেসক্রিপশনে লিখতে পারবেন, এ ছাড়া নয়। 

কমিশনার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মিটফোর্ড ও ধানমন্ডির সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৩ হাজার পিস অক্সি-মরফোন ড্রাগ উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার পরিচালক উপ-কমিশনার ফারুক হোসেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-কমিশনার রাজীব আল মাসুদ ও কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুর রহমান আজাদ।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার