হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য এদিন ধার্য করেন।

আজ পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা শুনানি করেন। তাঁরা আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন জানান। এসআই আমীর হোসেনের আইনজীবী শুনানিতে বলেন, তাঁর আসামি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য হয়েছেন। এখানে তাঁর কোনো দায় নেই। তিনি আমীর হোসেনের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আসামি পক্ষের বক্তব্য শেষ হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে তাদের কাছে সাক্ষ্য-প্রমাণ রয়েছে, যা তাঁরা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৬ আগস্ট দিন ঠিক করে দেন।

শুনানির সময় গ্রেপ্তার ৬ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এরা হলেন— এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

এর আগে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে প্রাথমিক সত্যতা থাকায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আরও দুজন গ্রেপ্তার হন।

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে