হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার আসামিপক্ষ ও প্রসিকিউশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আদেশের জন্য এদিন ধার্য করেন।

আজ পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা শুনানি করেন। তাঁরা আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন জানান। এসআই আমীর হোসেনের আইনজীবী শুনানিতে বলেন, তাঁর আসামি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য হয়েছেন। এখানে তাঁর কোনো দায় নেই। তিনি আমীর হোসেনের অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আসামি পক্ষের বক্তব্য শেষ হলে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে তাদের কাছে সাক্ষ্য-প্রমাণ রয়েছে, যা তাঁরা ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। অভিযোগ গঠনের আবেদন করেন তিনি। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৬ আগস্ট দিন ঠিক করে দেন।

শুনানির সময় গ্রেপ্তার ৬ আসামি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। এরা হলেন— এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

এর আগে গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে প্রাথমিক সত্যতা থাকায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আরও দুজন গ্রেপ্তার হন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ