বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি কর্কশিট ও ফোম কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাতের কারণ এখনই বলা যাচ্ছে না।