বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলার আসামি মাজেদুর রহমানের ফাঁসির রায় কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ গত ৩১ মে ওই রুল জারি করেন।
আজ সোমবার রুলের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিৎ চ্যাটার্জী বাপ্পী। তিনি বলেন, এই আসামি নির্দিষ্ট এক মাসের মধ্যে আপিল করতে পারেননি। তবে জেল আপিল করেছেন। পরে সাজা বাতিল চেয়ে আবেদন করেন। এখন ডেথ রেফারেন্সের সঙ্গে এই রুল শুনানি হবে বলে জানান তিনি। কিন্তু এর আগে মৃত্যুদণ্ড নিয়ে এরকম রুল কখনো হয়েছে বলে তার জানা নেই বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
গত বছরের ৮ ডিসেম্বর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। পরে তাঁদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়