হোম > সারা দেশ > ঢাকা

মাস্ক পরে বসতে হবে এইচএসসি পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

করোনা সংক্রমণ বাড়তে থাকায় এ বছর মাস্ক পরে পরীক্ষা দিতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে প্রবেশপথে তাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

কেবল পরীক্ষার্থী নয়, শিক্ষক-কর্মচারীদেরও এই নির্দেশনা মেনে চলতে হবে।

এ ছাড়া ডেঙ্গুরোধে পরীক্ষাকেন্দ্রের ভেতরে ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আজ সোমবার এসব নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।

কামাল উদ্দিন হায়দার বলেন, করোনার সংক্রমণ রোধে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।

পাশাপাশি ডেঙ্গুরোধে পরীক্ষাকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রে সবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সম্প্রতি ভারতে করোনাভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও প্রতিবেশী দেশে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।

৪ জুন জারি করা ওই নির্দেশনায় সংক্রমণ প্রতিরোধে বারবার প্রয়োজনমতো সাবান দিয়ে হাত ধোয়া, নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যক্তি থেকে ৩ ফুট দূরে অবস্থান, অপরিষ্কার হাতে নাক-চোখ-মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাঁচি-কাশির সময় টিস্যু বা কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়।

দেশের স্কুল-কলেজগুলোতে যাতে সতর্কতামূলক এসব ব্যবস্থা নেওয়া হয়, সে জন্য গতকাল রোববার এক নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

চলতি মাসের ১৫ দিনে দেশে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। আর ২০২০ সাল থেকে গতকাল পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫০৩ জন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে