রাজবাড়ীতে দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আজ শনিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা হবে রাজবাড়ীতে। রাজবাড়ীকে পুনরায় রেলের শহর হিসেবে পরিণত করা হবে। সেই সঙ্গে রাজবাড়ী জেলাকে একটি উন্নত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারি। সে জন্য সবার সহযোগিতা কামনা করি।’
তিনি আরও বলেন, ‘ট্রেনে যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা রাজনৈতিক সন্ত্রাসী। দেশের সম্পদ নষ্ট করছে, জীবনহানি ঘটাচ্ছে। এরা জনগণকে পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে পারবে না। এরা আগুন-সন্ত্রাস করে রাজনীতিকে কলুষিত করছে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।