হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে বুটেক্সের ছাত্র

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ এলিফ্যান্ট রোডের মাকসুদ টাওয়ারের ৮ তলায় একটি কক্ষ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আনিকা নওগাঁ জেলার বদলগাছি উপজেলার রহিমপুর গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। বর্তমানে ৬৫ নং এলিফ্যান্ট রোড মাকসুদ টাওয়ারের অষ্টম তলায় ৮০৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন।

নিউমার্কেট থানার উপ–পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রী বলেন, রাতে খবর আসে, এলিফ্যান্ট রোডের ওই বাসায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাসায় যাই। সেখানে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া ওই শিক্ষার্থীকে দেখতে পাওয়া যায়।

এসআই আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন আনিকা। ওই ফ্ল্যাটে ৪ জন মিলে মেস করে থাকতেন। ফ্ল্যাটের একটি কক্ষে একা থাকতেন আনিকা। গত রাত ১১টার দিকে তাঁর কক্ষের দরজা বন্ধ দেখে রুমমেটরা ডাকাডাকি করেন। তবে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন আনিকা। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, প্রেমঘটিত কারণে প্রেমিকের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনার বিস্তারিত জানার জন্য বুটেক্সের এক শিক্ষার্থীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ