হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগুনে পুড়ে আসবাবসহ বসতঘর পুড়ে গেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের সুলাইমান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সুলাইমান মিয়া শিমুলিয়া বাজারের একজন মুদি ব্যবসায়ী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে হঠাৎ ওই বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের লোকদের। 

ক্ষতিগ্রস্ত সুলাইমান মিয়ার ভাই সবুজ মিয়া জানান, বসতঘরের আসবাব, ফ্রিজ নিত্য ব্যবহার্য জিনিসপত্র সবকিছুই পুড়ে গেছে। আধা পাকা বসতঘরের অনেক জায়গার ইট খসে পড়ে গেছে; ফলে ঘরে বসবাস অনুপযোগী হয়ে গেছে। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্য মো. রুবেল মিয়া বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।’ 

এ ব্যাপারে আহুতিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আধ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির