হোম > সারা দেশ > ঢাকা

গ্রিন ইউনিভার্সিটিতে ‘শতবর্ষে চিরঞ্জীব’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘শতবর্ষে চিরঞ্জীব’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সেলিনা হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আজ বাংলাদেশের জন্ম। আর এ কারণেই তিনি জাতির পিতা। জাতির পিতার প্রত্যেকটি দিক বাঙালির জন্য আদর্শ ও অনুসরণীয়। এটা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট প্রজন্মের জন্য নয় বরং সর্বকালের সব প্রজন্মের মানুষের জন্য আদর্শ ও অনুসরণীয়।’ 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শিক্ষা জীবনের প্রতিটি স্তরে অধিকার আদায়ের সংগ্রামে শামিল হয়েছেন বঙ্গবন্ধু। যার কিছুটা খেসারত তিনি ব্যক্তিজীবনে দিলেও এই সংগ্রাম কখনোই তাঁর শিক্ষার প্রতি অনুরাগকে ছাপিয়ে যায়নি।’ 

এ সময় উপাচার্য বঙ্গবন্ধুর বীরত্ব, নিঃস্বার্থ মনোভাব, ক্ষমা করার উদারতা, মানুষের প্রতি ভালোবাসা, জ্ঞান ও রাজনৈতিক প্রজ্ঞাসহ নানা বিষয় তুলে ধরেন। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার নানাদিক নিয়ে আলোচনা করেন স্মারকের সম্পাদক ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কে. এম. ওয়াজেদ কবির। প্রকাশিত স্মারকটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের প্রখ্যাত ও খ্যাতিমান লেখক, গবেষক ও শিক্ষাবিদদের লেখা রয়েছে। শেষ দিকে রয়েছে বঙ্গবন্ধুর জীবনপ্রবাহের দুর্লভ কিছু ছবি। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম প্রমুখ। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির