হোম > সারা দেশ > গাজীপুর

দুই দিনেও শনাক্ত হয়নি ট্রেনের ধাক্কায় নিহত একজনের পরিচয়

গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় নিহতের ঘটনার দুই দিন অতিবাহিত হলেও একজনের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রেলওয়ে সংশ্লিষ্টরা। ওই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় ঘটনার পরপরই পাওয়া গেছে। 

জানা গেছে, গত রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের রেললাইনে শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় চারজন নিহত হন। দুর্ঘটনার পরপরই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিহত ও আহতদের খবর প্রকাশ করা হয়। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মৃত একজনের কোনো আত্মীয়স্বজন স্থানীয় প্রশাসনের কাছে যোগাযোগ করেনি। 

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, নিহত তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। এখন পর্যন্ত একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পেলে আপনাদের জানানো হবে। 

তথ্যপ্রযুক্তির যুগে নাম-পরিচয় পেতে এত সময় লাগছে কেন—এমন প্রশ্নের জবাবে শহিদুল্লাহ কোনো ধরনের উত্তর না দিয়েই ফোন কেটে দেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হেফাজতে একজনের মরদেহ রয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ