হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার

সাভার(ঢাকা) প্রতিনিধি

গ্রেপ্তার মসজিদের ইমাম এবাদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করার অভিযোগে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মামলা করেছেন আশুলিয়ার এক যুবদল নেতা। মামলার পর বরিশালে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।

আজ মঙ্গলাবার বেলা ১১টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে তাঁকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ার খতিব নূর জামে মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার ফেসবুকে একটি পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের মন্তব্য বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন এবাদুল ইসলাম। গত শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম ফেসবুকে এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় সোমবার রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলা করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলাটি করেছেন। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে বরিশাল জেলার উজিরপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট