হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেপ্তার

সাভার(ঢাকা) প্রতিনিধি

গ্রেপ্তার মসজিদের ইমাম এবাদুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করার অভিযোগে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মামলা করেছেন আশুলিয়ার এক যুবদল নেতা। মামলার পর বরিশালে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার পুলিশ।

আজ মঙ্গলাবার বেলা ১১টার দিকে ৭ দিনের রিমান্ড চেয়ে আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে তাঁকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার রাতে বরিশালের উজিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মো. এবাদুল ইসলাম (৩১) বরিশাল জেলার উজিরপুরের আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি সাভার উপজেলার আশুলিয়ার খতিব নূর জামে মসজিদের ইমাম হিসেবে কাজ করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত শনিবার ফেসবুকে একটি পেজে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বিএনপির যৌথ করণীয় বিষয়ে প্রকাশিত সংবাদের মন্তব্য বক্সে খালেদা জিয়াকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশালীন ও অপমানজনক মন্তব্য করেন এবাদুল ইসলাম। গত শনিবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আতাউর রাহিম ফেসবুকে এটি দেখেন। পরে তিনি এ ঘটনায় সোমবার রাতে আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলা করেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, আতাউর রাহিম নামের এক ব্যক্তি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এ মামলাটি করেছেন। মামলার পর গতকাল রাতেই অভিযান চালিয়ে বরিশাল জেলার উজিরপুর থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি