হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে এক ওয়ার্ড-পদের জন্য লড়ছেন সহোদর দুই ভাই

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

দৌলতপুরের কলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্যপদের জন্য সহোদর দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে দুই ভাইয়ের লড়াই নিয়ে এলাকার ভোটারদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

ওই দুই ভাই হলেন, কলিয়ার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (টিউবওয়েল) ও তাঁর ছোট ভাই মো. শিপন মিয়া (ফুটবল)। তাঁরা কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের বাসিন্দা। 
 
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালুকনগরে একটা গ্রাম নিয়ে ১ নম্বর ওয়ার্ড গঠিত। তালুকনগর গ্রামের মোট ভোটার ২ হাজার ৭৫২ জন। এ ওয়ার্ডে দুই ভাই ছাড়া আরও ৫ জন প্রার্থী আছেন। 

তালুকনগর গ্রামের ভোটার ইউসুফ আলী বলেন, আমাদের গ্রামে দুই ভাই প্রার্থী হয়েছেন। আমাদের এক গ্রাম নিয়েই একটি ওয়ার্ড। আমরা গ্রামবাসীরা মিলে তাঁদের একত্রিত করার চেষ্টা করেছি। কিন্তু দুজনকে একসঙ্গে বসানো সম্ভব হয়নি। 

প্রার্থিতার বিষয়ে শিপন মিয়া বলেন, আমার বড় ভাই আগে একবার ইউপি সদস্য ছিল। এবার তাঁকে ছাড় দিতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, প্রার্থী হয়েছেন। পরিবারের অধিকাংশ লোক ও আত্মীয়স্বজন আমার পক্ষে আছেন। আশাবাদী এবার আমিই এই ওয়ার্ডের মেম্বার হব। 

আব্দুস সামাদ বলেন, আমি ৫ বছর কলিয়া ইউনিয়নের ইউপি সদস্য ছিলাম। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য গ্রামের ৩ / ৪ জন লোক আমার ছোট ভাইকে নির্বাচনে নামিয়েছেন। আমি এবং আমার আত্মীয়স্বজন অনেক চেষ্টা, তদবির করেও তাঁকে নির্বাচন থেকে সরাতে পারিনি। 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে