হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেপ্তার ২ 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেওবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া বাবুল খান ওরফে বাবু (২৯) মানিকগঞ্জের শিবালয় থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে এবং রাজিব শেখ (৩৫) ফরিদপুরের সালথা থানার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে।

সখীপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল দেওবাড়ী বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত সখীপুর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম অন্য পুলিশ সদস্যের নিয়ে ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় একটি প্রাইভেট কারসহ রামদা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২