হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মঞ্জুরুল ইসলাম মারুফ (১৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গীর গোপালপুরে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। পরিবারের লোকজন মারুফের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

মৃত মঞ্জুরুল ইসলাম মারুফ টঙ্গীর গোপালপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে টঙ্গী বাজার ইবনে কাফ হাফিজিয়া মাদ্রাসার হাফিজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত কয়েকদিন আগে মাদ্রাসা ছেড়ে বাসায় ফিরে আসে মারুফ। পরে মঙ্গলবার রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ব্যায়ামের লোহার বৃত্ত ব্যাগের ফিতা পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে ভোর চার টার দিকে পরিবারের লোকজন মারুফের ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মারুফের বাবা জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে মারুফ। পরিবারের কাউকেই কিছু জানায়নি সে। মঙ্গলবার ভোরে ঝুলন্ত অবস্থা মারুফকে দেখে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’ 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাসুদ বলেন, মারুফের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ