রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের কাছে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের খবর পায় তারা। ৬টা ১৩ মিনিটে প্রথম ইউনিট গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। বর্তমানে ৭টি ইউনিট কাজ করছে।