গাজীপুরের শ্রীপুরে ভিমরুলের হুলে আব্দুল মজিদ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মজিদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই আব্দুল কুদ্দুস।
আব্দুল মজিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই জাহিদুল ইসলাম বলেন, নিহত কৃষক বাড়ির পাশের কৃষি জমির পাশের ঝোপঝাড় পরিষ্কার করার সময় একটি ভিমরুলের বাসায় আঘাত লাগে। এরপর ভিমরুলের দল বেঁধে বেড়িয়ে এসে শরীরের বিভিন্ন স্থানে শতাধিক কামড় দেয়। এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রথমে ময়মনসিংহ মেডিকেল (মমেক) হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা দেওয়ার পরে ঢাকার একটি হাসপাতালে সপ্তাহ খানিক চিকিৎসা দেওয়া হয়। তিনি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকার পর আজ তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘মৃত্যুর বিষয়টি এক সাংবাদিক আমাকে জানিয়েছেন। তবে নিহতের স্বজনেরা পুলিশকে জানাননি।’