হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নারী চিকিৎসকের গায়ে আগুন, ৫০ শতাংশ দগ্ধ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার একটি বাসায় এক নারী চিকিৎসক আগুনে দগ্ধ হয়েছেন। অদিতি সরকার (৩৮) নামে ওই চিকিৎসককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করছে স্বজনেরা।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ওয়ারী ১০ নম্বর হেয়ার স্ট্রিট বাসাটির ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। 

ডা. অদিতির স্বামী মনেষ মণ্ডল বলেন, অদিতি মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার। তাঁদের ঘরে দুই সন্তান। তিনি প্রকৌশলী। তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। দীর্ঘদিন ধরে অদিতি শারীরিকভাবে অসুস্থ ও আপসেট। মনেষ বলেন, ‘তাঁকে চিকিৎসাও নিতে বলছিলাম। তবে চিকিৎসা নিতে চাইছিল না অদিতি। এজন্য আমাদের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হয়।’

মনেষ মণ্ডল আরও বলেন, ‘সকালে আমি অফিসে চলে যাই। অনলাইনে যখন একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম, তখন বারবার ফোন দিচ্ছিল অদিতি। ফোন কেটে দেওয়ার পরও অদিতি আমাকে কল দিচ্ছিল। পরে ফোন রিসিভ করে তার সঙ্গে সামান্য রাগ করে কথা বলি। এরপর দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টাচ্ছিলাম। হঠাৎ পাশের রুমে অদিতির চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে শরীরে পানি ঢালি। এরপর ট্রিপল নাইনের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই।’

মনেষ মণ্ডল দাবি করেন, অদিতি নিজের গায়ে নিজেই আগুন দিয়ে থাকতে পারেন। অথবা পাশের ঘরে পূজার সময় শরীরে আগুন লেগে যেতে পারে। 

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, ডা. অদিতির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, ডা. অদিতি নামে এক নারী চিকিৎসক আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। পূজার সময় আগুন লেগেছে নাকি অন্য কোনো ঘটনা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন