হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নারী চিকিৎসকের গায়ে আগুন, ৫০ শতাংশ দগ্ধ

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার একটি বাসায় এক নারী চিকিৎসক আগুনে দগ্ধ হয়েছেন। অদিতি সরকার (৩৮) নামে ওই চিকিৎসককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারণা করছে স্বজনেরা।

আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ওয়ারী ১০ নম্বর হেয়ার স্ট্রিট বাসাটির ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। 

ডা. অদিতির স্বামী মনেষ মণ্ডল বলেন, অদিতি মিটফোর্ড হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার। তাঁদের ঘরে দুই সন্তান। তিনি প্রকৌশলী। তাঁদের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। দীর্ঘদিন ধরে অদিতি শারীরিকভাবে অসুস্থ ও আপসেট। মনেষ বলেন, ‘তাঁকে চিকিৎসাও নিতে বলছিলাম। তবে চিকিৎসা নিতে চাইছিল না অদিতি। এজন্য আমাদের মধ্যে সামান্য ঝগড়াঝাটি হয়।’

মনেষ মণ্ডল আরও বলেন, ‘সকালে আমি অফিসে চলে যাই। অনলাইনে যখন একটি সাক্ষাৎকার দিচ্ছিলাম, তখন বারবার ফোন দিচ্ছিল অদিতি। ফোন কেটে দেওয়ার পরও অদিতি আমাকে কল দিচ্ছিল। পরে ফোন রিসিভ করে তার সঙ্গে সামান্য রাগ করে কথা বলি। এরপর দুপুরে বাসায় ফিরে জামাকাপড় পাল্টাচ্ছিলাম। হঠাৎ পাশের রুমে অদিতির চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি তার শরীরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে শরীরে পানি ঢালি। এরপর ট্রিপল নাইনের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ডেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাই।’

মনেষ মণ্ডল দাবি করেন, অদিতি নিজের গায়ে নিজেই আগুন দিয়ে থাকতে পারেন। অথবা পাশের ঘরে পূজার সময় শরীরে আগুন লেগে যেতে পারে। 

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক জানান, ডা. অদিতির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। 

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, ডা. অদিতি নামে এক নারী চিকিৎসক আগুনে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। পূজার সময় আগুন লেগেছে নাকি অন্য কোনো ঘটনা আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট