হোম > সারা দেশ > ঢাকা

পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা

আজকের পত্রিকা ডেস্ক­

বুধবার পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও ছাত্র-জনতার সমন্বয়ে পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও ছাত্র-জনতার সমন্বয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে পদযাত্রা করে। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা আটকে দেয় পুলিশ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। বাকিরা শাহবাগে অবস্থান নেন।

আজ বুধবার দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। এর আগে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্ব শহীদ মিনারে অবস্থান নেন তারা।

যার ফলে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, আশপাশের সড়কেও যানবাহন চলছে ধীর গতিতে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যেসব বিডিআর সদস্য এখনো কারাগারে আটক আছে, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যাদের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরও চাকরিতে পুনর্বহাল করতে হবে। এ দাবি নিয়ে তারা মাহিন সরকারের ডাকে এসেছেন।

প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার আগে মাহিন সরকার ছাত্র-জনতা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করব। ফিরে আসা পর্যন্ত আপনারা এখানে (শাহবাগ) অবস্থান করবেন। পরে আমরা ফিরে এসে যা সিদ্ধান্ত দেব, আশা করছি আপনারা তা বাস্তবায়ন করবেন।’

বুধবার পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও ছাত্র-জনতার সমন্বয়ে পদযাত্রা। ছবি: আজকের পত্রিকা

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ