হোম > সারা দেশ > মানিকগঞ্জ

এমপি নির্বাচিত হয়ে দুর্নীতি করি নাই : মমতাজ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘রাজনীতি করি মানুষের সেবার জন্য। যতদিন বেঁচে থাকব মানুষের সেবা করব। আমার মৃত্যুর পর এসব সেবার কথাই মানুষ মনে রাখবে। এমপি নির্বাচিত হয়ে কারও হক নষ্ট করি নাই, দুর্নীতি করি নাই, সততার সঙ্গে মানুষের জন্য কাজ করছি।’ 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুরে ডা. আলী জিলকত আহমেদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মামতাজ বেগম বলেন, ‘আমি যখন এমপি ছিলাম না তখন গান গেয়ে উপার্জন করে যতটুকু পেরেছি মানুষের সেবা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সততা ও আদর্শ দেখে আমাকে তিনবার এমপি বানিয়েছেন। আমার ওপর নেত্রীর আস্থা ও বিশ্বাস যত দিন থাকবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবা করব। শেখ হাসিনা যদি মনে করেন এ আসনে অন্য কাউকে নৌকার মনোনয়ন দেওয়া দরকার, আমরা সবাই একত্রে নৌকাকে বিজয় করতে কাজ করব।’

ইউপি চেয়ারম্যান রমজান আলী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী ইস্কান্দার আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ মোল্লা ও সম্পাদক কাউসার আহম্মদ সভা সঞ্চালনা করেন। 

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মনিরুজ্জামান হিরো, আলমগীর বাদশা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, সহদপ্তর সম্পাদক কহিনুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ অনেকে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির