হোম > সারা দেশ > ঢাকা

‎মিরপুরে রাস্তায় প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‎রাজধানীর মিরপুরে মো. রাসেল রানা নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

‎‎রাজধানীর মিরপুরে রাসেল রানা নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিসের পাশে বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন রাসেল। আজ সকালে ২২ লাখ টাকা নিয়ে বাসা থেকে বের হন। মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিসের পাশে বাতেন সড়কে কয়েকজন লোক মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় মোটরসাইকেলে করে আসা মাস্ক পরা কয়েকজন যুবক টাকার ব্যাগ ছিনিয়ে নেন। দুজনের হাতে পিস্তল দেখা গেছে। একজন ফাঁকা গুলি করলে পাঞ্জাবি পরিহিত এক বয়স্ক লোক ভয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই যুবকেরা মোটরসাইকেলে করে দ্রুত চলে যান।

‎ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিন দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের চিহ্নিতের কাজ চলছে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক