ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত মধুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইটভাটা মদিনা ব্রিকস থেকে এই অভিযান শুরু করেন।
অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ভাটাটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ভাটার অধিকাংশই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আজ দিনব্যাপী এই অভিযান চলবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম তামজীদ আহমেদ। ঢাকা অঞ্চলের পরিচালক জিয়াউল হক ও ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদারসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ অভিযানে সহায়তা করছেন।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক জিয়াউল হক বলেন, অবৈধ ইটভাটা উচ্ছেদে ধামরাইয়ে এ বছর প্রথম অভিযান শুরু হলো। এই অভিযান অব্যাহত থাকবে।