হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

সালাম ওই এলাকার মৃত আমির আলীর ছেলে এবং স্থানীয় হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান চালাতেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ী আব্দুস সালাম বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি।

পরে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি লেবু বাগানে তাঁর লাশ পাওয়া যায়। খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সালামের স্ত্রী বাছাতন বেগম জানান, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। কী কারণে তাঁকে এভাবে মরতে হইলো। আমি এর সঠিক তদন্ত চাই। এ ঘটনার বিচার চাই।’

ওসি জাকির হোসেন বলেন, ‘এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে।’

ডেইলি স্টারে লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় ৩৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা

ঢামেকে তরুণীর লাশ ফেলে পালালেন ‘স্বামী’

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

বড়দিন উপলক্ষ ২১টি গির্জায় আর্থিক প্রণোদনা দিল ডিএনসিসি

৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার শেষ করার দাবি

জাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থীর কারাদণ্ড

রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে গালাগালিতে শত্রুরা উপকৃত হয়: ড. মাহবুব উল্লাহ

প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ১৫ জন কারাগারে

জাবিতে ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, আটক ১

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি বাদলকে