হোম > সারা দেশ > শরীয়তপুর

২ বছর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ভাবিকে খুন, আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসামি মাসুদ হাওলাদার। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কমলাপুরে প্রকাশ্যে ভাবিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। দুই বছর আগে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে শরীয়তপুর থেকে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, গত ৬ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরের কবরস্থান গলিতে পারিবারিক শত্রুতার জের ধরে নিজ বড় ভাইয়ের স্ত্রীকে পরিকল্পিতভাবে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ‎গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ এর একটি দলকে তথ্য দেওয়া হয়। পরে র‍্যাব-৩ এর তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮ ও পুলিশের একটি দল শরীয়তপুর জেলার পালং থানার ১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা থেকে ভোর সাড়ে ৩টার দিকে মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার করে। ‎

মাসুদ হাওলাদারের বরাতে র‍্যাব জানিয়েছে, দুই বছর আগে পারিবারিক ছোট-খাটো বিষয় নিয়ে বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া-বিবাদ হয়েছিল। পরে আর কোনো ঝগড়া-বিবাদ হয়নি। হত্যাকাণ্ডের বিষয়টি এলাকায় জানাজানির পর আত্মগোপনে যান তিনি। ‎

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন