হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে শেখ হাসিনাসহ ১২২ জনের নামে হত্যা মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবারও হত্যা মামলা করা হয়েছে। এতে আরও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২২ জনকে। ২০০-৩০০ জনকে করা হয়েছে অজ্ঞাত আসামি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে মক্কা ইন্ডাস্ট্রিজ নামের একটি কারখানার শ্রমিক আশিক মিয়া নিহতের ঘটনায় আজ শুক্রবার সকালে সোনারগাঁ থানায় এই মামলা করা হয়েছে। মামলা করেছেন নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম। 

মামলার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে আশিক মিয়া নিহত হওয়ার ঘটনায় হত্যার ঘটনায় মামলা নেওয়া হয়েছে।’ 

মামলা থেকে জানা গেছে, ৪ আগস্ট আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা পিস্তল, শটগান, ককটেল ও লাঠি নিয়ে কাঁচপুর সিনহা গার্মেন্টসের সামনে অবস্থান নিয়ে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আশিক মিয়া। 

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে পরিবহনশ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে গত মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলা হয়। এই মামলা দায়ের করেন নিহত শ্রমিকের বাবা ইয়াসিন মিয়া। এই মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯