হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে হাসিজুল হক সাকিব (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় খিলগাঁও থানা-পুলিশ। 

হাসপাতালে সাকিবের বন্ধু আরিফ হোসেন বলেন, সাকিবের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাজলী গ্রামে। বাবা ইমদাদুল হক অনেক আগেই মারা গেছে। মা হালিমা বেগমের সঙ্গে খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ই ব্লকের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকেন। আগে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। তবে বর্তমানে বেকার। দুই ভাইয়ের মধ্যে সাকিব ছিল বড়। ছোট ভাই সিলেটে পড়াশোনা করে। 

তিনি আরও বলেন, সাকিবের মা সাকিবকে বাসায় রেখে দুই দিন আগে নরসিংদীর মাধবদীতে সাকিবের নানা বাড়িতে যায়। গতকাল কয়েকবার ফোন দিলেও সাকিব ফোন রিসিভ করছিলনা। পরে প্রতিবেশীদের ফোন দিয়ে সাকিবের খবর নিতে বলে। পরে প্রতিবেশীরা দরজা ভেতর থেকে বন্ধ পায়। আজ সকালে সাকিবের মা ঢাকায় এসে প্রতিবেশির সহায়তায় দরজা ভেঙে সাকিবকে বিছানায় মৃত অবস্থায় পায়। পরে পুলিশকে অবহিত করে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘দুপুড়ে খবর পেয়ে দক্ষিণ বনশ্রীর ওই বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বাসায় ওই যুবক একাই ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির