হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ইমান গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি ইমান আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তরার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয়ে উত্তরা আর্মি হজক্যাম্পের সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি ইমান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে কিছু ভাঙা ও নষ্ট মোবাইল ফোন এবং বিভিন্ন দেশের মুদ্রা ও জাল মুদ্রা জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া হযরত আলীর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় হত্যা এবং তুরাগ থানায় মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উত্তরা পূর্ব থানার হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তাই তাঁকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ

ভাষানটেকে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে গুলিবিদ্ধ মাসুদ ঢামেকে

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা