হোম > সারা দেশ > ঢাকা

‘সহ্য করতে পারতেছি না, কেউ ওর জ্বলা বন্ধ করো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের হাসপাতালে নেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

প্রতিদিনকার মতো আজ সোমবার (২১ জুলাই) দুপুরেও স্কুল ছুটির পর বোনকে আনতে গিয়েছিলেন বড় ভাই তাহমিন হাসান রোহান। সেখানে গিয়ে তিনি খুঁজে পান বোনের দগ্ধ শরীর।

রোহান বলছিলেন, ‘গিয়ে দেখি, স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেকক্ষণ খোঁজার পর বোনকে পাই। দেখি, বোনের পুরো শরীর পুড়ে গেছে।’

রোহানের বোন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী নুরে জান্নাত ইউশা বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সে।

বার্ন ইনস্টিটিউটের তৃতীয় তলার করিডরে বসে হাউমাউ করে কাঁদছিলেন ইউশার মা ইয়াসমিন আক্তার। বলছিলেন, ‘আমার মেয়ের সব পুড়ে গেছে। মাথা ফেটে গেছে। মেয়ে শুধু বলে, ‘‘মা আমার সব জ্বলে’’। এত কষ্ট হইতেছে ওর। আমি আর সহ্য করতে পারতেছি না। তোমরা কেউ ওর জ্বলা বন্ধ করো।’

ইউশার মা ও ভাই জানান, দগ্ধ অবস্থায় তাকে উত্তরার লুবনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ইউশা।

বার্ন ইনস্টিটিউটের করিডরে বসে ভাগনির পোড়া স্কুলড্রেস হাতে নিয়ে কাঁদছিলেন ফাহাদ নিয়ন। তিনি জানান, তাঁর ভাগনি মাইলস্টোনের চতুর্থ শ্রেণির ছাত্রী মেহরিন। সারা দিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত ছোট মেয়েটি।

ফাহাদ বলছিলেন, ‘ও খুব ছোট। ওর মুখ, হাত সব পুড়ে গেছে।’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ৬০ জনের বেশি আহত ব্যক্তিদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক