হাফ পাস ও গাড়ির চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাস্তা অবরোধ করে সরকারি বিজ্ঞান কলেজ ও হামদর্দ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের প্রস্তুতি ভেস্তে দিয়েছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিলে বাধা দেয় পুলিশ।
এ সময় পুলিশ কর্মকর্তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বলেন, পুলিশের পক্ষ থেকে তাঁদের দাবি বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করবেন। দ্রুত সময়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করবে।
আন্দোলনের প্রস্তুতি নেওয়া সরকারি বিজ্ঞান কলেজের এক শিক্ষার্থীরা জানান, পুলিশ আমাদের দাবি বাস্তবায়নে আশ্বাস দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা না হলে আমরা আবার আসব।
ফার্মগেটে আন্দোলনে ব্যর্থ হলেও রাজধানীর ধানমন্ডি ২৭-এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।