হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে পুকুর থেকে অবসরপ্রাপ্ত প্রকৌশলীর লাশ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান পুকুর থেকে ফয়েজ মাহমুদ ফিরোজ (৫৮) নামে অবসরপ্রাপ্ত এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভর্নমেন্ট ইনস্টিটিউশনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

তিনি ওই এলাকার মৃত আহসানুল আলমের ছেলে এবং ইস্টার্ন টিউবস লিমিটেডের সাবেক নির্বাহী প্রকৌশলী ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ মাহমুদ ফিরোজ গত বৃহস্পতিবার আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন তিনি। পরে তার কোনো খোঁজ ছিল না। তিনি খুব নিরিবিলি ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। উচ্চ মাত্রার মাইগ্রেন থাকার কারণে ঘুমের ওষুধ সেবন করতেন। বৃহস্পতিবার তিনি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ সেবন করায় অচেতন অবস্থায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।’ 

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, তিনি প্রায় সময়ই অস্বাভাবিক অবস্থায় থাকত। তার পকেটে ঘুমের ওষুধসহ কিছু জিনিসপত্র পাওয়া গেছে। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার