কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফজলুর রহমান ভূঁইয়া।
স্টেশন মাস্টার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেল লাইনে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেল লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর। মরদেহ উদ্ধার করার জন্য নরসিংদী রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।