হোম > সারা দেশ > ঢাকা

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে শাহবাগে ৪১ লাখ টাকার শাড়ি, থ্রি-পিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহবাগ থানায় সোহেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ছবি: ডিএমপি

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ এক ব্যক্তিকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা জানিয়েছে, উদ্ধার হওয়ার এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ২৩ হাজার টাকা।

ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোহেল (২৮)। তাঁর বাড়ি কুমিল্লার বন্ধুরার অর্জুনতলায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাত ৮টার দিকে ডিবি রমনা বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে কয়েকজন ব্যক্তি।

ডিবির দল তখন উক্ত এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে ১ হাজার ২০৭টি শাড়ি, ১ হাজার ২৬৮টি থ্রি-পিস এবং ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করে।

এসময় অবৈধ এসব মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি