হোম > সারা দেশ > ঢাকা

১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ: তদন্তে ৭ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি ত্রুটিতে গতকাল বুধবার প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকার ঘটনা তদন্ত করতে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিল)। তদন্ত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ। গতকাল রাতেই ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রউফ স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিএমটিসিএলের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুল বাকী মিয়াকে আহ্বায়ক ও ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমানকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়েছে। মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠান এনকেডিএমের দুজন প্রকৌশলীকে এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরে ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। এতে ভায়াডাক্ট দেবে গিয়ে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে যায়। এই ত্রুটি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। 
 
এ দিন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বুধবার সকালে সাংবাদিকদের বলেন, ‘ভায়াডাক্টে কারিগরিভাবে চারটা স্প্রিং থাকে। এর মধ্যে একটি স্প্রিং ডিসপ্লেসওয়েতে দেখা যাচ্ছে। আমরা বিষয়টি আইডেনটিফাই করতে পেরেছি। এর মধ্যে ট্রেন চালানো যায়, তবে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যাত্রীদের নিরাপত্তার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।’ 

পরে ত্রুটি সারিয়ে বুধবার রাত ৮টা ২৫ মিনিটে উত্তরা-উত্তর ও মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক