হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারখানার বিষাক্ত পানিতে জলাবদ্ধতা, এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল কারখানা থেকে ছেড়ে দেওয়া বিষাক্ত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেলপাড় এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নান্নু, মনোয়ারা টেক্সটাইলসহ চারটি কারখানার ডাইংয়ে ব্যবহৃত রাসায়নিকযুক্ত বিষাক্ত পানি বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে নিষ্কাশন না করে সরাসরি খোলা জমিতে ছেড়ে দেয়। এতে বাড়িঘর, সড়ক তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নান্নু টেক্সটাইলের পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানালে কারখানার মালিকপক্ষ স্থানীয় বাসিন্দাসহ সংবাদকর্মীর ওপর হামলা চালায়। এর প্রতিবাদে আজ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ভুলতা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাহানুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, দ্রুতই সমাধান হয়ে যাবে।’

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার