হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারখানার বিষাক্ত পানিতে জলাবদ্ধতা, এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল কারখানা থেকে ছেড়ে দেওয়া বিষাক্ত পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ বুধবার দুপুর ১২টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেলপাড় এলাকায় মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নান্নু, মনোয়ারা টেক্সটাইলসহ চারটি কারখানার ডাইংয়ে ব্যবহৃত রাসায়নিকযুক্ত বিষাক্ত পানি বর্জ্য পরিশোধনাগারের (ইটিপি) মাধ্যমে নিষ্কাশন না করে সরাসরি খোলা জমিতে ছেড়ে দেয়। এতে বাড়িঘর, সড়ক তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নান্নু টেক্সটাইলের পানি ছেড়ে দেওয়ার প্রতিবাদ জানালে কারখানার মালিকপক্ষ স্থানীয় বাসিন্দাসহ সংবাদকর্মীর ওপর হামলা চালায়। এর প্রতিবাদে আজ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ভুলতা হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাহানুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করছি, দ্রুতই সমাধান হয়ে যাবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক