হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইউপি সদস্যসহ ২ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

জাল ভোট দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। আজ বুধবার উপজেলার একটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার তাদের আটক করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত আদালত বসিয়ে তাদের এই সাজা দেন। 

সাজাপ্রাপ্তরা হলেন–উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামের মো. রায়হান মিয়া (৩৬)। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ইউনিয়নের বুরুদিয়া নামাপাড়া গ্রামের মো. জাকির হোসেন (৩৫)। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি দুপুরে মোটরসাইকেল ও তালা-চাবি প্রতীকের পক্ষে বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে জাল ভোট দিতে যান। কেন্দ্রের ভেতরে এজেন্টের সহায়তায় জাল ভোট দেন। বিষয়টি বুঝতে পেরে প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার পুলিশকে জানালে তিনজনকে আটক করা হয়। 

খবর পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ে আদালত বসিয়ে এই তিনজনকে সাজা দেন। এ ঘটনায় একই ইউনিয়নের বুরখিল গ্রামের ইমরান হোসেনকে (২০) আটক করা হলেও তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। 

প্রিসাইডিং অফিসার রিপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটকেন্দ্রে এজেন্টের সহায়তায় জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। বিচারক এসে তাদের সাজা দেন।’ 

এ ছাড়া উপজেলার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে আটক এক তরুণকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনসুর উদ্দিন আহমেদ। 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।’ 

অপরদিকে জেলার হোসেনপুরে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে এক কিশোরকে চার হাজার টাকা জরিমানা করেছেন হয়েছেন ম্যাজিস্ট্রেট। বেলা সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ এই আদেশ দেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন