হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে কেমিকেল কারখানায় আগুন, দগ্ধ ৮ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেমিকেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন কারখানার আট শ্রমিক। আহতদের ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার রাত ১১টায় উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় লিলি কেমিকেল কোং কারখানার টিনশেড ভবনে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে দমকলবাহিনীর পাঁচটি ইউনিট কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুনে দগ্ধ শ্রমিকেরা হলেন আকালু, সজীব, বায়জিদ, রোকন, খাদেম, রাসেল, মেহেদি ও রিপন। তাঁদের মধ্যে তিনজন শ্রমিকের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের সোনারগাঁ জোনের উপসহকারী পরিচালক তানহার উল ইসলাম বলেন, ‘রাতে আগুনের খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ১২টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’ 

আগুনের সম্ভাব্য কারণ জানতে চাইলে তিনি বলেন, রাতে ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। তবে কাছে থাকা আট শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন