হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ শ টাকা করে করোনার টিকা বিক্রি, আটক ১

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 

রাজধানীর দক্ষিণখানে করোনাভাইরাসের মর্ডানা ভ্যাকসিনসহ বিজয় কৃষ্ণ তালুকদার (৩৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। দক্ষিণখান চালাবনের দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় তাঁকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে দুই ভায়াল টিকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত। 

এডিসি ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে চালাবনের দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিক থেকে দুই ভায়াল মর্ডানা টিকাসহ একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।' 

ইয়াসিন আরাফাত বলেন, `দুই ভায়াল টিকা জব্দ করা হয়েছে। যার মধ্যে একটি পূর্ণ ভায়াল ও একটি আংশিক পূর্ণ ভায়াল। একটি ভায়াল দিয়ে ১৪ থেকে ১৫ জনকে টিকা দেওয়া হয়।' এ ছাড়াও ওই ক্লিনিকের ফার্মেসি থেকে মর্ডনা টিকার ২০টি খালি বক্স জব্দ করা হয়েছে। প্রতিটা বক্সের ধারণ ক্ষমতা ১০টি ভায়াল। 

এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজিজুল হক বলেন, `আটক হওয়া বিজয় কৃষ্ণ তালুকদার ওই ক্লিনিকের মালিক। তিনি নিজেকে পল্লি চিকিৎসক দাবি করেন। তিনি করোনার ভ্যাকসিন নিজের কাছে রেখে প্রতি ডোজ টিকা ৫০০ টাকা করে বিক্রি করতেন। আমরা এরই মধ্যে ওই ক্লিনিকের পাশের দোকানের দুজনকে পেয়েছি যারা তাঁর কাছ থেকে টাকার বিনিময়ে টিকা দিয়েছেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।' 

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার