গোপালগঞ্জের মুকসুদপুরের কুমার নদ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার চরপ্রসন্নদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল বিন আমির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমার নদে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে থেকে লাশ উদ্ধার করা হয়।
লাশ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বুকের ডান পাশে ও নাভির নিচে আঘাতের চিহ্ন রয়েছে।