হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট পড়েছে ৫৩১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৩১৯ জন আইনজীবী। এর মধ্যে প্রথম দিন গতকাল বুধবার ভোট দিয়েছেন ৩ হাজার ২৬১ জন এবং আজ বৃহস্পতিবার ভোট দিয়েছেন ২ হাজার ৫৮ জন আইনজীবী। দুই দিনই সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। 

গতকাল ভোট শুরু হওয়ার আগেই আইনজীবী সমিতি প্রাঙ্গণে সাদা শার্ট পরা কয়েক শ বহিরাগতকে জড়ো হতে দেখা যায়। তাদের প্রায় প্রত্যেকের গলায় সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথীর ছবি সংবলিত নির্বাচনী ব্যাজ ঝোলানো ছিল। 

বিষয়টি নিয়ে নির্বাচন পরিচালনা উপকমিটির কাছে লিখিত অভিযোগও দেন আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হক।

অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জড়ো হওয়া ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদেরকে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে এবং মৎস ভবন এলাকায় অবস্থান নিতে দেখা যায়। 

এদিকে বহিরাগতদের আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ভেতরে চোখে পড়েনি। তবে মৎস ভবন ও মাজার গেটের বাইরে অবস্থান করতে দেখা গেছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাইরে দায়িত্ব পালন করলেও তাঁদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।

আজ ভোট দেওয়ার পর জানতে চাইলে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শক্তিশালী বার অ্যাসোসিয়েশন প্রয়োজন। আমরা চেষ্টা করছি শক্তিশালী বার প্রতিষ্ঠা করার। এ জন্য কাজ করছি। সবার সহযোগিতা প্রয়োজন।’ আর ভোটের পরিবেশও ভালো ছিল বলে জানান তিনি। 

আইনজীবী সমিতির ১৪টি পদের বিপরীতে এবার প্রার্থী হয়েছেন ৩৩ জন। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭ হাজার ৮৮৩।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট