হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ গৃহবধূ দগ্ধ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪) নামের দুজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজনকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল বলেন, সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে রান্নাঘরে থাকা তাঁর স্ত্রীসহ প্রতিবেশী গৃহবধূ জান্নাতও দগ্ধ হন। দ্রুত তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে আসা দুই নারীর চিকিৎসা চলছে। তাঁদের ড্রেসিং সম্পন্ন হলে দগ্ধ হওয়ার পরিমাণ জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে আমরা এ ঘটনা শুনেছি। ঘটনাস্থলের কাছাকাছি ডেমরা ফায়ার সার্ভিস থাকায় খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।’

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

হাদিকে গুলি: আসামি গ্রেপ্তারের আশা ছেড়ে দিয়েছে পুলিশ

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে