হোম > সারা দেশ > ফরিদপুর

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পেটকাটা বক্কর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা রয়েছে। বক্কর ওই মামলায় সাজাপ্রাপ্ত আসামি।

আজ মঙ্গলবার দুপুরে তাঁর গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার।

এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন এলাকা থেকে বক্করকে গ্রেপ্তার করে র‍্যাব। সে ফরিদপুর শহরের গৌরি লক্ষ্মীপুর এলাকার শেখ সাদেকের ছেলে।

র‍্যাব কর্মকর্তা কে এম শাইখ আকতার জানান, গ্রেপ্তার বক্কর একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। মামলা দায়েরের পর থেকে রাজধানী ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি। এ ছাড়া তাঁর নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু