হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের ধাক্কায় মুয়াজ্জিন নিহত, চালক ও সহযোগীকে মারধর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় স্বজনদের আর্তনাদ। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার পাটিকাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৭৩)। তিনি একই এলাকার মৃত মফেজ মণ্ডলের ছেলে এবং স্থানীয় খেজুরতলা খানপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে চালক ও সহযোগীকে হেফাজতে নিয়েছেন। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুনবী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ফজরের নামাজ শেষে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক ধরে বাড়ির দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এ সময় কুষ্টিয়া থেকে একটি পাথরবোঝাই ট্রাক চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। নওদাপাড়া বিশার মোড় এলাকায় পেছন থেকে ট্রাকটি মোহাম্মদ আলীকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকে চালক ও সহযোগীকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ তাদের উদ্ধার করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

জানতে চাইলে ক্যাম্প ইনচার্জ এসআই নুরুনবী আজকের পত্রিকাকে বলেন, উত্তেজিত এলাকাবাসী ট্রাকের চালক ও সহযোগীকে মারধর করেছে। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা পুলিশের হেফাজতে আছেন। ট্রাকটিও জব্দ করা হয়েছে। এখন নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ