মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন শিশু। এতে আহত হয়েছে আরও এক শিশু। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ধামারণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো-উপজেলার ধামারণ গ্রামের মো. মমিন শেখের ছেলে রবিউল শেখ (১২), সোনারং গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সানজিদা (৯) ও মো. কামালের ছেলে লামিম (১০)। আহত শিশুর নাম সিফাত (৯)। তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামের সানজিদা ও লামিম মাদ্রাসায় পড়াশোনা করত। ছুটি পেয়ে তারা একই উপজেলার ধামারণ গ্রামে বেড়াতে যায়। সেখানে সমবয়সী মামার সঙ্গে বাড়ির পাশে শাপলা কুড়াতে গেলে বজ্রপাতে তাদের তিনজনেরই মৃত্যু হয়।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, বজ্রপাতে তিন শিশু মারা গেছে। এর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।