হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার ভোরে লাগা এই আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তাঁরা।

আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পাঁচটি ইউনিটের কাজ করতে হয়নি।

উল্লেখ্য, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ওই সময় ফায়ার সার্ভিস জানায়, ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ গেছে তাদের কাছে। ভবনটি থেকে তারা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ