করোনার বিস্তার ঠেকাতে সরকারঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা ছিল তা অনেকটাই কমেছে গেছে। আজ রোববার কঠোর লকডাউনের ১১তম দিনে পুলিশের একাধিক তল্লাশিচৌকি থাকলেও বেশির ভাগ চৌকিতে কড়াকড়ি ছিল না। রাজধানীর রামপুরা ব্রিজ, রামপুরা বাজার, মালিবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে বসানো পুলিশের চেকপোস্টটিতে সরেজমিনে দেখা যায়, পুলিশ জনগণকে বাইরে বের হওয়া এবং তল্লাশিতে তেমন তৎপর নয়। তাই সবাই নির্বিঘ্নে চলছে।
রামপুরায় পুলিশের চেকপোস্টের দায়িত্বে থাকা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ বের হচ্ছে। কারণ জানতে চাইলেই নানা অজুহাত দিচ্ছে তারা। এত মানুষকে তো আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।
এ ছাড়া গত দুই দিনের তুলনায় আজ সড়কে যানবাহন ও মানুষের যাতায়াত বেড়েছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও রিকশার সঙ্গে আজ রাইড শেয়ারিংয়ের মোটরবাইকও দেখা যাচ্ছে।