হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে বাসার ছাদ থেকে পড়ে সালমান আদিব (১০) নামে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে খিলক্ষেত বোটঘাট নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সপ্তম তলার ছাদ থেকে নিচে পড়ে গেলে মুমূর্ষু অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শুক্রবার রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত আদিব কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারী উপজেলার রুহুল আমিনের ছেলে। বর্তমানে খিলক্ষেত বোটঘাট নামাপাড়া চানাচুর গলির একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত। 

আদিবের বাবা রুহুল আমিন জানান, আদিব স্থানীয় আলমানার স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইবোনের মধ্যে আদিব ছিল বড়। 

দুপুরে বাসার সবাই ঘুমিয়ে থাকলে আদিব একাই ছাদে ঘুড়ি ওড়াতে যায়। সেখান থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানেে মারা যায় আদিব। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ