হোম > সারা দেশ > ঢাকা

সংগীত পরিচালক জে কে মজলিশের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তাঁকে জামিন দেন।

গতকাল জে কে মজলিসের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। আইনজীবী নিবেদন করেন মামলার বাদীর জিম্মায় জামিন দেওয়া হলে তিনি বিষয়টি আপস করে ফেলবেন। শুনানি শেষে আদালত বাদীর জিম্মায় জে কে মজলিসকে জামিন দেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থের বিনিময়ে পুরোনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-এরেঞ্জ করলেও জে কে মজলিশ তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’র প্রায় আড়াই শ গানের স্বত্ব নিজের দাবি করে ইউটিউবে প্রচার করছেন। যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। মামলার অন্য দুই আসামি হলেন-জুয়েল ডি কস্তা ও ‘গান বাকশো’ মিউজিক।

মামলায় গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল। পরদিন থেকে তিনি কারাগারে আছেন। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ