সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায় তাঁকে জামিন দেন।
গতকাল জে কে মজলিসের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। আইনজীবী নিবেদন করেন মামলার বাদীর জিম্মায় জামিন দেওয়া হলে তিনি বিষয়টি আপস করে ফেলবেন। শুনানি শেষে আদালত বাদীর জিম্মায় জে কে মজলিসকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, অর্থের বিনিময়ে পুরোনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-এরেঞ্জ করলেও জে কে মজলিশ তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’র প্রায় আড়াই শ গানের স্বত্ব নিজের দাবি করে ইউটিউবে প্রচার করছেন। যা আরটিভি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। কিন্তু এতে কর্ণপাত না করায় বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। মামলার অন্য দুই আসামি হলেন-জুয়েল ডি কস্তা ও ‘গান বাকশো’ মিউজিক।
মামলায় গত ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল। পরদিন থেকে তিনি কারাগারে আছেন।