হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। গুরুতর অবস্থায় তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওমেদিয়া বাজারে এ কে আজাদের ইগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে চার-পাঁচ যুবক আজিজ শেখের ওপর হামলা করে। তারা সেখানে ইগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেয় এবং পিটিয়ে তাঁর এক পা ভেঙে দেয়। তা ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে টহল পুলিশের দুটি দল ঘটনাস্থল ওমেদিয়া বাজারে অবস্থান করছে। এর আগে একই বাজারে শহিদের চায়ের দোকানসংলগ্ন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ইগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে তালা লাগিয়ে দেয় নৌকার সমর্থকেরা।

আহত আজিজের ভাই মো. মাসুদ শেখ বলেন, ‘আমার ভাই ইগল মার্কার পোস্টার টানাতে গেছে। এ সময় স্থানীয় দুর্গাপুরের রুবেল এবং টিপু লাঠি দিয়ে আঘাত করে। তাতে আমার ভাই রাস্তায় পড়ে গেলে আরও চার-পাঁচজনে মিলে তাকে পেটাতে থাকে। আর বলে, আর করবি আজাদের নির্বাচন? তারা এ সময় আমার ভাইয়ের মাথায় দা দিয়ে একটি কোপ মেরে চলে যায়। পরে স্থানীয়রা আমাকে খবর দেয় এবং আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলেছে ডাক্তার। আমরা থানায় মামলা করব।’

তবে এ বিষয়ে অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, দুপুরে ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারে ইগল মার্কার পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইগল মার্কার সমর্থক একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

সালাউদ্দিন আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে যেই হোক, আইনশৃঙ্খলার অবনতিকারীদের ছাড় দেওয়া হবে না।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল