হোম > সারা দেশ > ঢাকা

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুলান-২-এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন কবির মোল্লা, মো. ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নওমুসলিম)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেউ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় একটি টয়োটা ল্যান্ডক্রুজার জিপ তল্লাশি করে পুলিশ। তল্লাশি করে জিপের সামনের বাম পাশের সিটের সামনে ড্যাশ বোর্ডের নিচের বক্সে রক্ষিত একটি শপিং ব্যাগের ভেতরে নীল রং জিপারযুক্ত ৭০টি পলিপ্যাক, যার প্রতিটি পলিপ্যাকে ২০০ পিস করে মোট ১৪ হাজার পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার হয়। ওই সময় গাড়ি থেকে আসামিদের আটক করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশ পরির্দশক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্তের পর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি একই থানার এসআই মো. নূর আলম সিদ্দিক তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

একই বছরের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে