হোম > সারা দেশ > ঢাকা

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুলান-২-এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন কবির মোল্লা, মো. ইছহাক ও সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নওমুসলিম)।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কেউ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আসামিদের আবার কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় একটি টয়োটা ল্যান্ডক্রুজার জিপ তল্লাশি করে পুলিশ। তল্লাশি করে জিপের সামনের বাম পাশের সিটের সামনে ড্যাশ বোর্ডের নিচের বক্সে রক্ষিত একটি শপিং ব্যাগের ভেতরে নীল রং জিপারযুক্ত ৭০টি পলিপ্যাক, যার প্রতিটি পলিপ্যাকে ২০০ পিস করে মোট ১৪ হাজার পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার হয়। ওই সময় গাড়ি থেকে আসামিদের আটক করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশ পরির্দশক শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্তের পর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি একই থানার এসআই মো. নূর আলম সিদ্দিক তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

একই বছরের ১ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার